কয়েকটি মজার ধাঁধা : উওর দিতে পারবেন

 







1.কোন ফলের বীজ নাই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।

= নারিকেল।

2.তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায়?

=বিছানা।

3.দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।

= পান।

4.তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।

=বাসন।

5.তিন অক্ষর নাম, বাঙ্গালীরা খায় মাঝের অক্ষর গেলেও একই জিনিস হয়, প্রথম অক্ষর বাদ দিলে শীত পোশাক হয় শেষের অক্ষর বাদ দিলে চীনের খাদ্য হয়?

= চাউল।

6.পেটটা ফেলে অল্প পেলে পা গেলে পাও যন্ত্র তিন অক্ষরে সবটা লেখায় এমন ষড়যন্ত্র?

=কলম।

7.বলেনতো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল?


= তার জীবনের শেষ যুদ্ধে।

8একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত?

=ঠিক একেবারে আপেলের বাকি অর্ধেকের মত….।

9.কি করে একটি কাচা ডিমকে না ভেংগে কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন?

= আপনি যে ভাবে ইচ্ছে ফেলতে পারেন, কেননা ডিম যেভাবেই পরুক কংক্রিটের ফ্লোর কখনো ভাংবে না।

10.মানুষ রাতে কেন বিছানায় যায়?

=কারন রাতে বিছানা তার কাছে আসে না।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url