সাধারণ জ্ঞান মডেল প্রশ্ন & সাধারণ জ্ঞান কুইজ | বিসিএস সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান মডেল প্রশ্ন & সাধারণ জ্ঞান কুইজ:

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাবলির ওপর তৈরি এই এমসিকিউ মডেল টেস্ট প্রস্তুত করেছেন webjana.blogspot.com


সাধারণ জ্ঞান,করোনার সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১,সাধারণ জ্ঞান ২০২১,গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান কুইজ,ছোটদের সাধারণ জ্ঞান,বিসিএস সাধারণ জ্ঞান,আজকের সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২০,
প্রশ্ন : দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হয় কোথায়?
উত্তর : জাফলং, সিলেট।

প্রশ্ন : ‘সুখ সাগর’ কোন ফসলের জাত?
উত্তর : পেঁয়াজ।

প্রশ্ন : ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর : ৫ ফেব্রুয়ারী ১৯৯৬

প্রশ্ন : বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল কে?

উত্তর : আবু মুহাম্মাদ আমীন উদ্দীন।

প্রশ্ন : GFP’র ২০২০ সালের বিশ্ব সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৪৬তম।

প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৭৫তম।

প্রশ্ন : পাদুকা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৮ম।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার কে?

উত্তর : বিক্রম দোরাই স্বামী।

প্রশ্ন : চিংড়ি উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

উত্তর : সাতক্ষীরা।

 প্রশ্ন : ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

উত্তর : ভোলা।

 প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ কতটি?

উত্তর :  ২৬টি

 প্রশ্ন : ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করে?

উত্তর : ৯টি।

প্রশ্ন : ১৫ই অক্টোবর’২০ পঞ্চগড় ও রাজশাহী যেলার মধ্যে কোন আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হয়?

উত্তর : বাংলাবান্ধা এক্সপ্রেস।


 প্রশ্ন : চায়ের তৃতীয় নিলামকেন্দ্র হচ্ছে কোথায়?

উত্তর : পঞ্চগড়।

 প্রশ্ন : দেশে মোট ফসলি জমির পরিমাণ কত?

উত্তর : ১,৫৪,৮৮,২৫৯ হেক্টর।

 প্রশ্ন : বাল্যবিবাহে শীর্ষ যেলা কোনটি?

উত্তর : চাঁপাইনবাবগঞ্জ।

 প্রশ্ন : ২০২০ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ১২৮তম।

 প্রশ্ন : দরিদ্রখানার হারে শীর্ষ যেলা?

উত্তর : পটুয়াখালী (৬০.৬%)।

 প্রশ্ন : রেমিট্যান্স আহরণে বাংলাদেশের অবস্থান কত?
 উত্তর : অষ্টম (১৮.৩৪ বিলিয়ন মার্কিন ডলার)।

 প্রশ্ন : শেখ মুজিবর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় কবে?
 উত্তর : ৩ মার্চ ১৯৭১

 প্রশ্ন : কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষনা করেন?
 উ: আ.স.ম. আব্দুর রব

প্রশ্ন :শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা করা হয় কোথায়?
 উ: পল্টন ময়দানে


প্রশ্ন :আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উ: ৩ জানুয়ারী ১৯৬৮

প্রশ্ন : আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল?
উ: ৩৫ জন (শেখ মুজিব সহ)

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিল?
উ: শেখ মুজিবর রহমান

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল?
উ: “রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”


প্রশ্ন : করানা ভাইরাস কী ধরণের ভাইরাস?
উত্তর : আরএনএ ভাইরাস।

তথ্য : কোভিড-১৯ পজিটিভ কি না, তা নির্ণয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত ও সংবেদনশীল পদ্ধতি হচ্ছে RT-PCR
বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর।

প্রশ্ন : মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এমন কত ধরনের করােনা ভাইরাস রয়েছে?
উত্তর : ৭ ধরনের।

প্রশ্ন : CovID-19 রােগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উত্তর : SARS-COV-2

প্রশ্ন : বিজ্ঞানীরা কবে কোভিড ১৯ কে করােনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০

প্রশ্ন : লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২০

প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০

প্রশ্ন : করােনাভাইরাসের প্রজাতির নাম কি?
উত্তর : 2019 Novel Corona Virus

প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড

প্রশ্ন : WHO COVID-19 কে Pandemic বৈশ্বিক মহামারী হিসেবে ঘােষণা দেয়?
উত্তর : ১১ মার্চ, ২০২০।

প্রশ্ন : চীনের বাইরে COVID-19 করােনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কোথায়?
উত্তর : ফিলিপাইন।

প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০।

প্রশ্ন : আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
উত্তর : আর্জেন্টিনা।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা আক্রান্তে মারা যায় কত তারিখ?
উত্তর : ১৮ মার্চ ২০২০

প্রশ্ন : কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : ১০৭তম

প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
উত্তর : ১৬ এপ্রিল ২০২০

প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুঁকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
উত্তর : ১৬ এপ্রিল, ২০২০।

প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি?
উত্তর : Operation warp speed.

প্রশ্ন: বাংলাদেশের নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক অবস্থিত_
উত্তর :কালিয়াকৈর, গাজীপুর।

প্রশ্ন: দেশের বৃৃহত্তম 'দত্তনগর কৃষি খামার অবস্থিত_
উত্তর :ঝিনাইদহ জেলার মহেশপুর।

প্রশ্ন: 'শুকতারা' যে উন্নত মানের ফসলের জাত-
উত্তর :বেগুন।

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীনতম পার্ক_
উত্তর :বাহাদুর শাহ পার্ক।

প্রশ্ন: 'বল্গ্যাক বেঙ্গল' হলো_
উত্তর :ছাগলের একটি জাত।

প্রশ্ন: বাংলাদেশের পরিবেশ নীতি ঘোষণা করা হয়_
উত্তর :১৯৯২ সালে।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন অবস্থিত_
উত্তর :নোয়াখালী।

প্রশ্ন: স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম_
উত্তর :ফাইটো হরমোন ইনডিউসার।

প্রশ্ন: বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত_
উত্তর :ঈশ্বরদীতে।

প্রশ্ন: বাংলাদেশে সিল্ক উৎপন্ন হয়_
উত্তর :রাজশাহীতে।

প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক_
উত্তর :ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

প্রশ্ন: বীমা খাত যে মন্ত্রণালয়ের অধীন_ উত্তর :অর্থ মন্ত্রণালয়।
প্রশ্ন:বাংলাদেশের প্রথম কাগজ কল_


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url