বিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ।
৪৩ তম বিসিএস আসন্ন। আবেদনকারীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সময় খুব বেশি হাতে নেই। এই সময়ে প্রয়োজন গুছানো প্রস্তুতি।
প্রিলিমিনারির প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ে আজ কিছু প্রশ্ন দেওয়া হলো-
# কবে নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে?
-২০৩০ এর মধ্যে।
# মঙ্গল গ্রহের আকাশের রং কী? -অতিরিক্ত গোলাপি।
# মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বতের নাম কী?
-অলিম্পাসমনস।
# সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
-প্রক্সিমা সেন্টরাই।
# সর্বপ্রথম হ্যালির ধূমকেতু দেখা যায় কত সালে?
-১৭৫৯ সালে।
# প্রক্সিমা সেন্টরাই থেকে পৃথিবীর দূরত্ব কত?
-৩৮ লাখ কোটি কিমি.
# শেনঝোউ-৫ কী?
-চীনের প্রেরিত মনুষ্যবাহী মহাকাশযান।
# চীন কততম দেশ হিসাবে মহাকাশে মনুষ্যবাহী মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে? -তৃতীয়
# সম্প্রতি কোন দেশ অক্সিজেন ছাড়াই মাউন্ট এফারেস্ট যাওয়ার জন্য প্রথম স্থানে সম্মান পেয়েছেন?
উঃ- নেপাল।
# আসামে কোন অঞ্চল থেকে বর্ষা আসে?
উঃ- বঙ্গোপসাগর।
# ২০১৮ সালের ‘World Earth Day’ মূল বিষয় বস্তু কি ছিল?
উঃ- প্লাস্টিক দূষণ রোধ করা।
# ভারতের সর্বচ্চ সন্মান কি ?
উঃ- ভারতরত্ন ।
# ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি ?
উঃ- পরমবীর চক্র ।
# ভারতের প্রথম ব্যাঙ্ক কি ?
উঃ- ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ।
# ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কি ?
উঃ- পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক ।
# ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি ?
উঃ- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ( এই ব্যাঙ্কের দেশী ও বিদেশী শাখা সবথেকে বেশী )
# ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি ?
উঃ- চাটার্ড ব্যাঙ্ক ।
# ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি ?
উঃ- গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ ।
# ভারতের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি ?
উঃ-সিয়াচেন ।
# সম্প্রতি কোন ব্যাংক আদিত্য বিড়লা লাইফের সঙ্গে জোট বেঁধেছেন?
উঃ- ইন্ডিয়ান ব্যাংক।
# সম্প্রতি Discover India প্রকল্প চালু করেছেন?
উঃ- এয়ার ইন্ডিয়া।
# বিশ্বের কতটি দেশে বনভূমি নাই?
উত্তর: ৪৩টি ।
# টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৮। ( ১৪৯টি দেশের মধ্যে)।
# বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১০৪তম ।
# ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ?
উত্তর: ৩৪২৪কোটি মার্কিন ডলার।
# সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ ও ভ্যাক্সিন আবিষ্কার করে?
উত্তর: রোটা।
# বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু মারা যায়?
উত্তর: ৩৮জন ।
# বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা কত?
উত্তর:১০৮৬টি (প্রায়)।
# বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কতটি ?
উত্তর: ১৬৪টি। সর্বশেষ আফগানিস্তান ও লাইবেরিয়া ।
# বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে ?
উত্তর: ১৭টি।
# বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু আছে ?
উত্তর:২০টি।
# বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভূক্ত আছে ?
উত্তর: ৩টি। সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।
# বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উত্তর: ১১৯০ মার্কিন ডলার।
# টেস্ট ক্রিকেটে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক ?
উত্তর: মিসবাহুল হক।
# বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেন কে?
উত্তর: গলফার সিদ্দিকুর রহমান।
# প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৫ কি.মি.।
# ২০১৬ সালে ফিফার বর্ষসেরা খেলোয়ার হয়েছেন?
উত্তর: ক্রিস্টায়ানো রোনালদো।
# আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মুস্তাফিজুর রহমান
# বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- ভ্লাদিমির পুতিন
# বিশ্বের ৫ম অর্থনীতির দেশ-ভারত
# মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা
আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে
# চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম- জয়যাত্রা ও নবযাত্রা
# আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হতে বের হবে- ২০২৪ সালে
# বিশ্ব পানি সম্মেলন হয়েছে- ২৮-৩০
নভেম্বর,হাঙ্গেরির বুদাপেস্টে
# পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দফা এজেন্ডা উত্থাপন করেন-৭ দফা
# সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে- ১১৮ অনুচ্ছেদে
# যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে
বহনকারী বিমান যাত্রাবিরতি করে- তুর্কমেনিস্তান
# ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত-রুশনারা আলী
# বাংলাদেশ থেকে আমদানিকারক ৩য় বৃহত্তম দেশ- যুক্তরাজ্য
# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প
ইলেক্টোরাল কলেজ পেয়েছে- ৩০৬ টি আর হিলারি ক্লিনটন পেয়েছে-২৩২টি
# ফিলিস্তিনকে স্বীকৃতিকারী সর্বশেষ দেশ- ভ্যাটিকান সিটি
# তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী দেশ- ২১টি
# ফিদেল কাস্ট্রো মারা যায়- ২৫ নভেম্বর
# বঙ্গবন্ধুর সাথে ফিদেল কাস্ট্রোর সাক্ষাত হয়- ১৯৭৩ সালে
# ভারতে কোন মূখ্যমন্ত্রীকে ‘আম্মা’ ডাকা হত- জয়ললিতা
# জয়ললিতা কোন রাজ্যের মূখ্যমন্ত্রী
ছিলেন- তামিলনাড়ুর
# বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল নির্বাচিত হয়েছেন- প্যাট্রিক ডি রোজারিও
# ভারতে বাতিল করা হয়েছে- ৫০০ ও ১০০০ রুপির নোট
# প্রতিবন্ধিতাবান্ধব দূর্যোগ ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে- বাংলাদেশে
# সম্প্রতি অভিশংসিত হয়েছে – দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
# বীরশ্রেষ্ঠদের মধ্যে ইপিঅার(বর্তমান
বিজিবি) সদস্য ছিল- ২ জন।
# জেলা পরিষদ গঠিত হবে কতজন সদস্য নিয়ে- ২১ জন
# সম্প্রতি তাইওয়ানের সাথে সম্পর্ক ছেদকারী দেশ- সাওটামো ও প্রিন্সিপে
# ২০১৬ সালে ব্যালন’ ডি অর জিতেছে- ক্রিস্টায়ানো রোনালদো
# সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন
করার ঘোষণা দিয়েছে- ফিলিপাইনের প্রেসিডেন্ট
# আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর
# ডট বাংলা ডোমেইন উন্মুক্ত করা হবে – ৩১ ডিসেম্বর।
# দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর হিসেবে রবি-এয়ারটেল একসঙ্গে যাত্রা শুরু করেছে কবে থেকে?
-১৬ নবেম্বর ২০১৬
# বর্তমানে একীভূত অপারেটরটির মোট কত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ?
-৩ কোটি ২২ লাখ
# ২০১৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
-২২তম(গতবছর ছিল ২৫ তম)
# স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের কত জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হল?
-১০৮ জনকে
# চীন থেকে বাংলাদেশে কোন ধরনের সার আমদানি করা হয়ে থাকে?
-ইউরিয়া
# আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
-রাশিয়া(১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল)
# বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নতুন করে কতটি ভাষা সংযোজন করছে?
-১১ টি (১৯৪০ দশকের পর এটিই হবে বিবিসির সবচেয়ে বড় সম্প্রচার)
# বাংলা একাডেমি থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষের অন্যতম সম্পাদক ও লেখক কে?
-অধ্যাপক অজয় রায়(স্বাধীনতার পর তিনি ১৯৭২-৭৩ কালপর্বে এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন)
# বঙ্গবন্ধু সেতু নির্মাণে কারখানা কোথায় হচ্ছে?
-সিরাজগঞ্জে
# এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থার নাম কি?
-অ্যাসোসিও
# ‘২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
-মিয়ানমারের ইয়াঙ্গুনে(২০১৯ সালে ঢাকায়)
# ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্ররাল কলেজের লাভ করেছেন ?
= ২৯০টি । ৪৫.৫% ভোট পেয়েছেন
# হিলারী ক্লিনটন কতটি ইলেকট্ররাল লাভ করেছেন ?
=২১৮টি । ৪৫.৭% ভোট পেয়েছেন
# প্রেসিডেন্ট হতে কতটি ইলেকট্ররাল ভোট লাগে ?
= ২৭০টি
# ইলেকট্রলেট রা কবে ভোট দিবেন ?
= ১৯ ডিসেম্বর , ২০১৬ ।
# কবে ডোনাল্ট ট্রাম্প দায়িত্ব নেবেন ?
= ২০জানুয়ারী , ২০১৭ ।
# ডোনাল্ট ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট হবে ন?
= ৪৫তম ।
# ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কত তম ?
=৫৮তম ।
#ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে ফাস্ট লেডি হবেন কে ?
= মেলানিয়া ট্রাম্প
#ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন কে?
= মাইক পেন্স
# যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ইলেকট্ররাল কলেজের সংখ্যা বেশি ?
= ক্যালিফোর্নিয়া ( ৫৫টি । )