বিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ।

 ৪৩ তম বিসিএস আসন্ন। আবেদনকারীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সময় খুব বেশি হাতে নেই। এই সময়ে প্রয়োজন গুছানো প্রস্তুতি।

বিসিএস পরীক্ষার যোগ্যতা,বিসিএস ক্যাডার পরিচিতি,বিসিএস প্রস্তুতি,বিসিএস সাবজেক্ট,বিসিএস ২০২০,বিসিএস আবেদন,বিসিএস ক্যাডার পদক্রম,বিসিএস কি,বিসিএস সিলেবাস,৩৭ তম বিসিএস,বিসিএস ইংরেজি প্রস্তুতি,বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বেতন,বিসিএস শিক্ষা ক্যাডার,বিসিএস বই,বিসিএস ক্যাডার চয়েস,অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট,বিসিএস প্রস্তুতি ,বিসিএস ডাইজেস্ট,


প্রিলিমিনারির প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ে আজ কিছু প্রশ্ন দেওয়া হলো- 


 

# কবে নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে?

-২০৩০ এর মধ্যে।


# মঙ্গল গ্রহের আকাশের রং কী? -অতিরিক্ত গোলাপি।


# মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বতের নাম কী?


-অলিম্পাসমনস।


# সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?


-প্রক্সিমা সেন্টরাই।


# সর্বপ্রথম হ্যালির ধূমকেতু দেখা যায় কত সালে?


-১৭৫৯ সালে।


# প্রক্সিমা সেন্টরাই থেকে পৃথিবীর দূরত্ব কত?


-৩৮ লাখ কোটি কিমি.

# শেনঝোউ-৫ কী?

-চীনের প্রেরিত মনুষ্যবাহী মহাকাশযান।


# চীন কততম দেশ হিসাবে মহাকাশে মনুষ্যবাহী মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে? -তৃতীয়


# সম্প্রতি কোন দেশ অক্সিজেন ছাড়াই মাউন্ট এফারেস্ট যাওয়ার জন্য প্রথম স্থানে সম্মান পেয়েছেন?

উঃ- নেপাল।


# আসামে কোন অঞ্চল থেকে বর্ষা আসে?


উঃ- বঙ্গোপসাগর।


# ২০১৮ সালের ‘World Earth Day’ মূল বিষয় বস্তু কি ছিল?


উঃ- প্লাস্টিক দূষণ রোধ করা।


# ভারতের সর্বচ্চ সন্মান কি ?

উঃ- ভারতরত্ন ।

# ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি ?

উঃ- পরমবীর চক্র ।

# ভারতের প্রথম ব্যাঙ্ক কি ?

উঃ- ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ।

# ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কি ?

উঃ- পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক ।

# ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি ?

উঃ- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ( এই ব্যাঙ্কের দেশী ও বিদেশী শাখা সবথেকে বেশী )

# ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি ?

উঃ- চাটার্ড ব্যাঙ্ক ।

# ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি ?

উঃ- গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ ।

# ভারতের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি ?

উঃ-সিয়াচেন ।

# সম্প্রতি কোন ব্যাংক আদিত্য বিড়লা লাইফের সঙ্গে জোট বেঁধেছেন?

উঃ- ইন্ডিয়ান ব্যাংক।


# সম্প্রতি Discover India প্রকল্প চালু করেছেন?


উঃ- এয়ার ইন্ডিয়া।


# বিশ্বের কতটি দেশে বনভূমি নাই?

উত্তর: ৪৩টি ।

# টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

উত্তর: ১১৮। ( ১৪৯টি দেশের মধ্যে)।

# বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

উত্তর: ১০৪তম ।

# ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ?

উত্তর: ৩৪২৪কোটি মার্কিন ডলার।

# সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ ও ভ্যাক্সিন আবিষ্কার করে?

উত্তর: রোটা।

# বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু মারা যায়?

উত্তর: ৩৮জন ।

# বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা কত?

উত্তর:১০৮৬টি (প্রায়)।

# বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কতটি ?

উত্তর: ১৬৪টি। সর্বশেষ আফগানিস্তান ও লাইবেরিয়া ।

# বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে ?

উত্তর: ১৭টি।

# বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু আছে ?

উত্তর:২০টি।

# বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভূক্ত আছে ?

উত্তর: ৩টি। সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।

# বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত ?

উত্তর: ১১৯০ মার্কিন ডলার।

# টেস্ট ক্রিকেটে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক ?

উত্তর: মিসবাহুল হক।

# বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেন কে?

উত্তর: গলফার সিদ্দিকুর রহমান।

# প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: ৪.৫ কি.মি.।

# ২০১৬ সালে ফিফার বর্ষসেরা খেলোয়ার হয়েছেন?

উত্তর: ক্রিস্টায়ানো রোনালদো।


#  আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মুস্তাফিজুর রহমান

# বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- ভ্লাদিমির পুতিন

# বিশ্বের ৫ম অর্থনীতির দেশ-ভারত

# মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা

আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে

# চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম- জয়যাত্রা ও নবযাত্রা

# আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হতে বের হবে- ২০২৪ সালে

# বিশ্ব পানি সম্মেলন হয়েছে- ২৮-৩০

নভেম্বর,হাঙ্গেরির বুদাপেস্টে

# পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দফা এজেন্ডা উত্থাপন করেন-৭ দফা

# সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে- ১১৮ অনুচ্ছেদে

# যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে

বহনকারী বিমান যাত্রাবিরতি করে- তুর্কমেনিস্তান

# ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত-রুশনারা আলী

# বাংলাদেশ থেকে আমদানিকারক ৩য় বৃহত্তম দেশ- যুক্তরাজ্য

# যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প

ইলেক্টোরাল কলেজ পেয়েছে- ৩০৬ টি আর হিলারি ক্লিনটন পেয়েছে-২৩২টি

# ফিলিস্তিনকে স্বীকৃতিকারী সর্বশেষ দেশ- ভ্যাটিকান সিটি

# তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী দেশ- ২১টি

# ফিদেল কাস্ট্রো মারা যায়- ২৫ নভেম্বর

# বঙ্গবন্ধুর সাথে ফিদেল কাস্ট্রোর সাক্ষাত হয়- ১৯৭৩ সালে

# ভারতে কোন মূখ্যমন্ত্রীকে ‘আম্মা’ ডাকা হত- জয়ললিতা

# জয়ললিতা কোন রাজ্যের মূখ্যমন্ত্রী

ছিলেন- তামিলনাড়ুর

# বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল নির্বাচিত হয়েছেন- প্যাট্রিক ডি রোজারিও

# ভারতে বাতিল করা হয়েছে- ৫০০ ও ১০০০ রুপির নোট

# প্রতিবন্ধিতাবান্ধব দূর্যোগ ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে- বাংলাদেশে

# সম্প্রতি অভিশংসিত হয়েছে – দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

# বীরশ্রেষ্ঠদের মধ্যে ইপিঅার(বর্তমান

বিজিবি) সদস্য ছিল- ২ জন।

# জেলা পরিষদ গঠিত হবে কতজন সদস্য নিয়ে- ২১ জন

# সম্প্রতি তাইওয়ানের সাথে সম্পর্ক ছেদকারী দেশ- সাওটামো ও প্রিন্সিপে

# ২০১৬ সালে ব্যালন’ ডি অর জিতেছে- ক্রিস্টায়ানো রোনালদো

# সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন

করার ঘোষণা দিয়েছে- ফিলিপাইনের প্রেসিডেন্ট

#  আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর

# ডট বাংলা ডোমেইন উন্মুক্ত করা হবে – ৩১ ডিসেম্বর।



# দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর হিসেবে রবি-এয়ারটেল একসঙ্গে যাত্রা শুরু করেছে কবে থেকে?

-১৬ নবেম্বর ২০১৬

# বর্তমানে একীভূত অপারেটরটির মোট কত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ?

-৩ কোটি ২২ লাখ

# ২০১৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

-২২তম(গতবছর ছিল ২৫ তম)

# স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের কত জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হল?

-১০৮ জনকে

# চীন থেকে বাংলাদেশে কোন ধরনের সার আমদানি করা হয়ে থাকে?

-ইউরিয়া

# আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?

-রাশিয়া(১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল)

#  বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নতুন করে কতটি ভাষা সংযোজন করছে?

-১১ টি (১৯৪০ দশকের পর এটিই হবে বিবিসির সবচেয়ে বড় সম্প্রচার)

# বাংলা একাডেমি থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষের অন্যতম সম্পাদক ও লেখক কে?

-অধ্যাপক অজয় রায়(স্বাধীনতার পর তিনি ১৯৭২-৭৩ কালপর্বে এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন)


# বঙ্গবন্ধু সেতু নির্মাণে কারখানা কোথায় হচ্ছে?

-সিরাজগঞ্জে

# এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থার নাম কি?

-অ্যাসোসিও

#  ‘২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

-মিয়ানমারের ইয়াঙ্গুনে(২০১৯ সালে ঢাকায়)

#  ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্ররাল কলেজের লাভ করেছেন ?

= ২৯০টি । ৪৫.৫% ভোট পেয়েছেন

# হিলারী ক্লিনটন কতটি ইলেকট্ররাল লাভ করেছেন ?

=২১৮টি । ৪৫.৭% ভোট পেয়েছেন

# প্রেসিডেন্ট হতে কতটি ইলেকট্ররাল ভোট লাগে ?

= ২৭০টি

# ইলেকট্রলেট রা কবে ভোট দিবেন ?

= ১৯ ডিসেম্বর , ২০১৬ ।

# কবে ডোনাল্ট ট্রাম্প দায়িত্ব নেবেন ?

= ২০জানুয়ারী , ২০১৭ ।

# ডোনাল্ট ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট হবে ন?

= ৪৫তম ।

# ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কত তম ?

=৫৮তম ।

#ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে ফাস্ট লেডি হবেন কে ?

= মেলানিয়া ট্রাম্প

#ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন কে?

= মাইক পেন্স

# যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ইলেকট্ররাল কলেজের সংখ্যা বেশি ?

= ক্যালিফোর্নিয়া ( ৫৫টি । )


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url