সাধারণ জ্ঞান প্রশ্ন | General Knowledge

সাধারণ জ্ঞান প্রশ্ন




 নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উ: ৬.১৫ কি.মি

 বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উ: রাঙ্গামাটি

 বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া

 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের
জন্য কোন সন নির্ধারিত?
উ: ২০১৫

. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার
কে?
উ: এ.এন. সাহা

 বাংলাদেশের কোন নারী সম্প্রতি পরিবেশ রক্ষায়
বিশেষ ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার
পেয়েছেন?
উ: খুরশীদা বেগম।

 মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়?
উ: ১ জুলাই ১৯৯১

 আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উ: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

 বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
উ: জিম ইয়ং কিম

 সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাখ করে?
উ: ১৪ মে ১৯৭৩।

 ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
উ: মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।

 তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উ: মিশর

শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উ: ফারসি

বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর ক্রেডিট
রেটিং এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
উ: CAMELS

দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে...এর উপর।
উ: শিক্ষা ব্যবস্থা

বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা
করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জংগিবাদ

 শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন
বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উ: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে

 বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উ: রাজশাহী

 স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উ: চীন

 ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত
হবে?
উ: ইংল্যান্ডে

 হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা
ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
উ: সিন্ধু সভ্যতা

 কনফুসিয়াস কে?
উ: দার্শনিক



 
 বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের
সংখ্যা কত?
উ: ২৭

 ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে
কবে শপথ নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭

 আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া


 ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর
সম্ভাব্য নতুন নাম কি?
উ: টিপিপি মাইন্যাস ১

 বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও
ভ্র্মণ করেন? Ans: ১৩৪৫

‘Statue of Peace’ কোথায় অবস্থিত? Ans: নাগাসাকি

 বিশ্বের প্রথম মহিলা প্রধা্নমন্ত্রী কে? Ans:
শ্রীমাভো বন্দরনায়েক

 যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? Ans:
১৮৬৩
 কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? Ans:
মায়া কাজল

 ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Ans: ডিরোজিও

 হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত? Ans:
কুষ্টিয়া-পাবনা

 ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া



 ইন্টারপোলের সদরদপ্তর কোথায়? উ: লিও
 ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া

 When the new American President will take oath?
Ans: 20 January, 2017

 Name two countries whose currency are ‘Dinar’.
Ans: Iraq and Kuwait

 Expand the acronym ERP
Ans: Enterprise Resource Planning

 Which country became champion in the ‘Copa America
Football Tournament-2016?
a) Argentina b) Brazil c) Chili d) Peru
Ans: Chili

 Milk is poor source of-
a) vitamins b) protein c) iron d) calcium
Ans: Iron

 Dengue fever is caused by-
a) virus b) bacteria c) fungi d) protozoa
Ans: Virus

 Name two land locked countries.
Ans: Bhutan and Mongolia

 Expand the acronym ‘URL’
Ans: Uniform Resource Locator

 Name the capital of Saudi Arabia
Ans: Riyadh






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url