বাংলা সহজ করোনা রচনা [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা

আমরা অনেকেই বাংলা সহজ করোনা রচনা  search korsi |  তাদের জন্য আমাদের এই সহজ করোনা রচনা পোস্টটি | সর্ম্পন পড়ুন সহজ  বাংলা করোনা রচনা





সহজ বাংলা করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা

করোনা রচনা




ভূমিকা: 


সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষ নিজের প্রখর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উন্নত থেকে উন্নততর সভ্যতার পথে অগ্রসর হয়েছে। কালের নিয়মে জন্ম নিয়েছে আধুনিক বিজ্ঞান, অত্যাধুনিক প্রযুক্তি; জীবন লাভ করেছে এক অনন্য মাত্রা। সভ্যতার জয়যাত্রার রাস্তায় মানুষ আজ ভূগর্ভ থেকে মহাকাশ অব্দি পাড়ি দিয়েছে। বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


করোনাভাইরাস এক ধরণের সাধারণ ভাইরাস যা আপনার নাক, সাইনাস বা উপরের গলায় সংক্রমণ ঘটায়।তবে বেশিরভাগকরোনভাইরাসগুলি বিপজ্জনক নয়।তবে তাদের মধ্যে কিছু ভাইরাস অতিমাত্রায় বিপদজনক । বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


করোনা ভাইরাস  শনাক্ত হয় প্রথম ১৯৬০ এর দশকে ।তবে এর উৎপত্তি সম্প র্এখনো  কোনো ধারণা নাই ।এর নাম ”করোনা”  আসছে ইংরেজী নাম CROWN থেকে ।এটি মানুষ ও প্রাণী উভয়কে আক্রমন করতে পারে  |বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


বেশিরভাগ করোনাভাইরাসগুলি অন্য ঠান্ডাজনিত ভাইরাসগুলির একইভাবে ছড়িয়ে পড়ে। সংক্রামিত ব্যক্তির    হাঁচি এবং কাশি দিয়ে, সংক্রামিত ব্যক্তির হাত বা মুখ স্পর্শ করে বা সংক্রামিত লোকেরা স্পর্শ করে এমন জিনিস থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পরে ।


কিন্তু পাশাপাশি একথাও সত্য এই যে পৃথিবীর বুকে সভ্যতা যতই জাঁকিয়ে বসেছে, ততই কিনা পাল্লা দিয়ে বেড়েছে মানুষের জীবনের নিত্যনতুন কঠিন চ্যালেঞ্জ। ভিন্ন ভিন্ন যুগে জীবনের এই প্রতিকূলতার রুপও ভিন্ন ভিন্ন।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা



কখনো আঘাত আসে ভূমিকম্প, বন্যা বা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ রূপে; কখনো বা পৃথিবীর বুকে কোন মহাজাগতিক বস্তু আছড়ে পড়ার আশঙ্কায় মানুষ ভোগে অস্তিত্ব সংকটে; আবার কখনো সভ্যতার মৃত্যুর পদধ্বনি শোনা যায় কোন মহামারীর  কিংবা মারণরোগ  আগমনে। বিশ্বব্যাপী প্রাণসংহারী এই মহামারীর তালিকায় নবতম সংযোজন আমাদের প্রবন্ধের মূল আলোচ্য করোনা ভাইরাস।


মহামারী কি?

মানব সভ্যতার মতো পৃথিবীতে রয়েছে মহামারীরও এক বড় ইতিহাস আছে। করোনা ভাইরাস কে জানতে  বা বুঝতে গেলে সর্বপ্রথম মহামারী সম্বন্ধে অবগত হওয়া  অনেক প্রয়োজন।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসে যে, আসলে কি এই মহামারী? কোন একটি রোগের জীবাণু যখন কোন কারনে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তখন তাকে বলে স্থানীয় সংক্রামক ব্যাধি বা ইংরেজি ভাষায় endemic. সেই জীবাণুই যখন একটি নির্দিষ্ট অঞ্চলের গন্ডি পেরিয়ে একটি বৃহৎ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে এবং সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পায়, তখন তা একটি মহামারী বা epidemic রূপে আখ্যায়িত হয়।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


আবার সেই রোগই যখন দেশ বা মহাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন তা বিশ্বমহামারী, অতিমারী কিংবা pandemic নামে পরিচিতি লাভ করে। প্রতিটি মহামারীর সংক্রমণের ক্ষেত্রে একটি বিশেষ চরিত্র বা ধরন থাকে।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


কোন ক্ষেত্রে মহামারী ছড়ায় প্রতিদিনের ব্যবহৃত জল থেকে, কোন ক্ষেত্রে কোন রোগবহনকারী জীব থেকে, কখনো বা কোন ধরনের ছত্রাক থেকে; আবার কখনো মানুষ থেকে মানুষে সরাসরি।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা



ইতিহাসে মহামারী:


বিশ্বজুড়ে মহামারীর এই ইতিহাস অত্যন্ত নির্মম এবং বেদনাদায়ক। কখনো মহামারী এসেছে কলেরা রূপে, কখনো বা নেমে এসেছে ভয়ানক কৃষ্ণমৃত্যু বা প্লেগের অভিশাপ, কখনো জিকা ভাইরাস, কখনো ইবোলা, আবার কখনো এসেছে স্প্যানিশ ফ্লু। আর এই তালিকায় সর্বাধুনিক সংযোজন করোনাভাইরাস।


ইতিহাসের অনেক সময়ে, পৃথিবী জুড়ে বিভিন্ন স্থানে নানাধরনের মহামারী হানা দিয়ে প্রাণ কেড়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষের। সভ্যতার অগ্রগতির সাথে সাথে জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এই মহামারীর প্রকোপ আরো তীব্রভাবে অনুভূত হবার সম্ভাবনা আরো দেখা দিচ্ছে। বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা

#করোনা রচনা

 #বাংলা সহজ করোনা রচনা

 #সহজ  বাংলা করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা

করোনা ভাইরাসের উৎস:



করোনাভাইরাস এর উৎস সম্পর্কে পৃথিবীজুড়ে আজও সমূহ বিতর্ক বিদ্যমান। কারোর মতে এই ভাইরাস কৃত্রিম উপায়ে গবেষণাগারে তৈরি; আবার কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন এই ভাইরাসের উৎস হলো বাদুড়। তবে কোন মহলই এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে পারেননি।


নামকরণ:



প্রথমেই বলে রাখা দরকার যে ভাইরাস  এবং করোনা  দুটি শব্দই লাতিন ভাষা থেকে নেওয়া হয়েছে। করোনা শব্দের অর্থ হলো crown  বা  মুকুট এবং ভাইরাস বলতে বোঝায় একপ্রকার অকোষীয় আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী বীজাণুকে যার আক্ষরিক অর্থ হল ‘বিষ’।


ভাইরাস জীবগোষ্ঠীর অন্তর্গত নাকি জড়, সে ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে বিস্তর মতপার্থক্য আছে। তাই ভাইরাসকে একটি রোগ বহনকারী বীজাণু রূপে ধরে নেওয়াই বাঞ্ছনীয়।অন্যদিকে, আমাদের আলোচ্য ভাইরাসটির নাম করোনা হওয়ার কারণ হল এর আকৃতি।


করোনা’র চরিত্র বিশ্লেষণ:

আজকের করোনাভাইরাসের প্রকৃত রূপ সম্পর্কে জানার জন্য রা বিশ্লেষণ একান্ত প্রয়োজনীয়। করোনাভাইরাস এই পৃথিবীর রোগের দুনিয়ায় নতুন কিছু নয়। ১৯৬০ খ্রিস্টাব্দে প্রথম মানুষের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয়। তারপর থেকে প্রায় ২০০৩ সাল পর্যন্ত মানুষের শরীরে রোগ বহনকারী  পাঁচ প্রকারের করোনাভাইরাস আবিষ্কৃত হয়।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


সংক্রমণ:


বিশ্বব্যাপী এই ভাইরাসটির সংক্রমনের কারণ সংক্রান্ত ব্যাপারে আর বিস্তারিত আলোচনার অবকাশ আছে বলে মনে হয় না। কি কি ভাবে এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে সে ব্যাপারে বড় বড় চিকিৎসক থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অব্দি কেউই এখনো পুরোপুরি বা সম্পূর্ণ নিশ্চিত হতে পারেনি। তবে এই ভাইরাসটির সংক্রমন বিশেষজ্ঞদের মতে চারটি পর্যায়ে বিভক্ত।


এমন ধরনের মানুষ যারা বিশেষভাবে সংক্রমিত অঞ্চল থেকে সরাসরি সংক্রমিত হয়ে এসেছে।
যেখানে সরাসরিভাবে সংক্রমিত হওয়া সেই সব মানুষ গুলি  নিজেদের সংস্পর্শে আসা অন্যান্য মানুষদের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটায়।
সংক্রমণ ছড়িয়ে পড়ে এক বৃহত্তর অঞ্চল জুড়ে।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা

#করোনা রচনা

 #বাংলা সহজ করোনা রচনা

 #সহজ  বাংলা করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


প্রতিরোধমূলক ব্যবস্থা:


আমরা সবাই জানি যে কোভিড-১৯ বা করোনার এর নির্দিষ্ট চিকিৎসা বলতে এখনো পর্যন্ত কোন কিছুকে চিহ্নিত করা যায়নি।। উপসর্গ অনুযায়ী বা অনুসারে এর চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তাই এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় বা পন্থা হল টিকাকরণ বা ভ্যাক্সিনেশন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। বিশেষজ্ঞদের মতে আমাদের এই প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে প্রধানত মানুষে মানুষের মধ্যে শারীরিক বা সামাজিক   দূরত্ব বজায় রাখার নিয়মকে বোঝানো হয়।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


এই নিয়মের পালনের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারগুলো দেশে বা নির্দিষ্ট সংক্রমিত অঞ্চল জুড়ে জারি করে কঠোর লকডাউন। তাছাড়া বিজ্ঞানীরা এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে  হাত পরিষ্কার রাখার উদ্দেশ্যে ৭০% আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা তৈরি স্যানিটাইজার তথা সাবান ব্যবহার ও  বারবার বিশেষ ধরনের মাস্কের ব্যবহারের পরামর্শ দিয়েছেন।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


চিকিৎসা :


করোনা ভাইরাসে আক্রান্ত হবার  প্রধান কারণ হলো মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার অভাব। এটার কারণে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বর,গলা ব্যথা কিংবা শ্বাসকষ্টের মতন উপসর্গগুলি বা সিমটম লক্ষ্য করা যেতে পারে। ভাইরাস জনিত এই রোগটির নির্দিষ্ট কোনো চিকিৎসা বলে এখনো পর্যন্ত কোন কিছুকে চিহ্নিত করা যায়নি।


আক্রান্ত ব্যক্তির পুরো শরীরে উদ্রেক হওয়ার জটিলতার উপসর্গ অনুসারে ওষুধ বা মেডিসিন প্রয়োগ করে রোগীর শরীরকে এক্ষেত্রে বাইরে থেকে প্রতিরোধমূলক চিকিৎসা দেওয়া হয়ে থাকে। শরীর এই প্রতিরোধমূলক চিকিৎসার মাধ্যমে নিজেই নিজের শরীরের  ভিতর ধীরে ধীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তোলে।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা

উপসংহার:


কথায় বলে, সভ্যতা যখন নিজের গতিকে অপ্রতিরোধ্য বলে মনে করে, সৃষ্টি তখন সমগ্র সভ্যতাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেয়। একটি ক্ষুদ্র আণুবীক্ষণিক ভাইরাস যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে এই প্রবাদবাক্যের সত্যতাই প্রমাণ করে দিল। আবারো আমরা দেখতে পেলাম সৃষ্টির কাছে আমরা ঠিক কতখানি অসহায়।বাংলা সহজ করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


তবে মানুষের এই অসহায়তায় প্রকৃতি বিশ্বজুড়ে দূষণকে কমিয়ে বায়ুকে আবারো বিশুদ্ধ করে তুলেছে ধীরে ধীরে। লকডাউনে শুনশান হাইওয়েতে বন্য নীলগাইয়ের চরে বেড়ানো এই দুর্যোগের পরিস্থিতিতেও আমাদের মুগ্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে করোনাভাইরাস পরবর্তী পৃথিবী আর আগের মতন থাকবে না। রাজনৈতিক তথা আর্থসামাজিক দিক থেকে এই বিশ্বে হয়তো আমূল পরিবর্তন ঘটে যাবে।



#করোনা রচনা

 #বাংলা সহজ করোনা রচনা

 #সহজ  বাংলা করোনা রচনা  [৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম শ্রেণি] | করোনা রচনা


You May Like:

 Postal Zip Codes of Thakurgaon District | Area code of Thakurgaon 

Beautiful গলার চিকের ডিজাইন । গলার হার । কন্ঠ হার Latest light Weight Gold CHOKER design 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url