Bangla Monishider Bani *2021*

Many People Try To Find out Bangla Monishider Bani. That's Why We make the post of Monishider Bani. You can find Here all Kinds of Monishider Bani.


Bangla Monishider Bani 


 

তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম


আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে ১ তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম 


  • bangla monishider bani
  • bangla sad bani
  • bangla upodesh bani
  • chanakya bangla bani
  • einstein bangla bani
  • rabindranath thakur bangla bani
  • swami vivekananda bengali bani


আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায় কাটা হয়ে ফুটবে----------- বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম (Bangla Monishider Bani)


দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


 

Bangla bani | বিখ্যাত উক্তি 

আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেচা রাত্রি থাকবে সবাই----------- থাকবে না এই মরন পথের যাত্রীই আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু সুজন থাকবে রাত বাহুর বাধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে----------- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন রাতে ১ তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর ২’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে----------- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম(Bangla Monishider Bani)


অপরাধীদের ক্ষমা করা উপরওয়ালার দায়িত্ব, But তাদের উপরওয়ালার কাছে পাঠানো আমার দায়িত্ব! – ভ্লাদিমির পুতিন(Bangla Monishider Bani)


মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে ! – গৌতম বুদ্ধ(Bangla Monishider Bani)


অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা ১টিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় – গৌতম বুদ্ধ(Bangla Monishider Bani)


Bangla Monishider Vhalo Bani  


আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম(Bangla Monishider Bani)


গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই----------- সেই যে পথিক তার শোনানো গান না?----------- আসবে ভেঙ্গে কান্না, পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম(Bangla Monishider Bani)


জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। বার্ধক্য পর্যন্ত শীল (নীতি) পালন সুখকর। শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক। প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ। – গৌতম বুদ্ধ(Bangla Monishider Bani)


যিনি যত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন তিনিই প্রকৃত ধর্মধর। – গৌতম বুদ্ধ(Bangla Monishider Bani)


সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত – রবীন্দ্রনাথ ঠাকুর(Bangla Monishider Bani)


  • bangla monishider bani
  • bangla sad bani
  • chanakya bangla bani
  • einstein bangla bani
  • rabindranath thakur bangla bani
  • swami vivekananda bengali bani
  • bangla upodesh bani

 Bangla Monishider Bani For Facebook


জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখ দায়ক। বার্ধক্য পর্যন্ত শীল (নীতি) পালন সুখকর। শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক। প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ। – গৌতম বুদ্ধ(Bangla Monishider Ban)


ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ ১বারই গ্রহণ করে। – উইলিয়াম শেক্সপিয়র(Bangla Monishider Bani)


আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে----------- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন রাতে ১ তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর ২’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে----------- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম((Bangla Monishider Bani)


তোমার সখার আসবে যেদিন এমনি কারা-----------বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ----------- সখার কারা-----------বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান----------- এ ভার মরণ-----------সনে বুঝ্বে----------- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম(Bangla Monishider Bani)


লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশী ঘৃণা করে ! – জন রে(Bangla Monishider Bani)


১সাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর ১টা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। – humayun ahmed(Bangla Monishider Bani)


অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে ! – জর্জ বার্নার্ড শ(Bangla Monishider Bani)


মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে ! – গৌতম বুদ্ধ(Bangla Monishider Bani)


কল্পনা ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-----------বুক ছমকে----------- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে----------- বুঝবে সেদিন বুঝবে – কাজী নজরুল ইসলাম (Bangla Monishider Bani)


১সাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর ১টা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। – humayun ahmed

(Bangla Monishider Bani)




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url