লীন তাপ কাকে বলে? **

 আমরা হয়ত অনেকে লীন তাপ  কাকে বলে জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের লীন তাপ নিয়ে এই বিশেষ পোস্ট।


লীন তাপ কাকে বলে?


পদার্থের তাপমাত্রা বা উষ্ণতার কোন পরিবর্তন না ঘটিয়েও কেবল অবস্থার পরিবর্তনের জন্য পদার্থ কর্তৃক যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাকেই ঐ পদার্থের লীন তাপ বলে

ল্যাটেন্ট হিট বা লীন তাপ নাম থেকেই কিন্তু উত্তর স্পষ্টভাবে বোঝা যায়। লীন অর্থে মিলেমিশে থাকা। তো সহজে লীনতাপ হল ঘরের মধ্যে মিশে থাকা তাপ। সকালে নিদারুণ গরম। বিকেলে একতলা বা দোতলার সমস্ত জানালা দরজা খুলে দিলে ঘর আস্তে আস্তে ঠাণ্ডা হয়ে যায়।কিন্তু তার আগে ঘরে ঢোকা মাত্রই যে তাপ আমরা অনুভব করি সেটাই লীনতাপ।মানে এতক্ষণ ছাদ, জানালা দরজা দিয়ে ওই পরিমাণ তাপ ঢুকে ঘরে মিশে রয়েছে। এবং সেটা বেরিয়ে যেতে সময় লাগে। লীনতাপ গ্রীষ্ম এবং শীত, দুই সময়েই অনুভূত হয়। শীতে লীনতাপ আরামপ্রদ লাগে, কিন্তু গ্রীষ্মে তা লাগে না। পুরনো বাড়িতে লীনতাপ এতটা থাকেনা, যতটা থাকে নতুন বাড়িতে। সেই জন্যে পুরনো বাড়িঘর বেশ ঠাণ্ডা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url