chanakya bangla bani *2021* - চাণক্য

Many People Try To Find out Chanakya Bangla bani. That's Why We make the post of Monishider Bani. You can find Here all Kinds of Chanakya Bangla bani.


 chanakya bangla bani



"বিদ্বান সকল গুণের আধার,অজ্ঞ সকল দোষের আকর।

তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।"-চাণক্য


"যেইসব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেইসব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারেনা এবং তারা বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয়।" –––––– চাণক্য


"একজন পন্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ-কষ্টের স্বীকার হতে পারেন যদি সে, একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরন পোষণে লিপ্ত হন কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন।"


" অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে, যতটা তাদের পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন।"-চাণক্য


"বিষের পাত্র থেকে অমৃত,অপবিত্র স্থান থেকে স্বর্ণ,সবচেয়ে নীচ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নীচ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত।"


"সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর,

কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর।

সাপকে মন্ত্র বা ওষধি দিয়ে বশ করা যায়,

কিন্তু খলকে কে বশ করতে পারে?" –––––– চাণক্য


"পুত্রকে যারা পড়ান না,সেই পিতামাতা তার শত্রু।

হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না,

সভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না।"

swami vivekananda bengali bani

"পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে,

দশ বছর অবধি তাদের চালনা করবে,

ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।"


"তিনটি বিষয়ে সন্তোষ বিধেয়:নিজের পত্নীতে,ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন,জপ, আর দান এই তিন বিষয়ে যেন কোনও সন্তোষ না থাকে।"


"উৎসবে,বিপদে,দুর্ভিক্ষে,শত্রুর সঙ্গে সংগ্রামকালে,

রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে,সে-ই প্রকৃত বন্ধু।"-চাণক্য


"একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়,তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।"

chanakya bangla bani *2021*

"পরস্ত্রীকে যে মায়ের মত দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মত মনে করে, সেই যথার্থ জ্ঞানী।"-চাণক্য


"আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে

ভাল কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত।"


"রাতের ভূষণ চাঁদ,

নারীর ভূষণ পতি,

পৃথিবীর ভূষণ রাজা,

কিন্তু বিদ্যা সবার ভূষণ।"-চাণক্য


"দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ- সব কিছুই মানুষ নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল।"


"যারা রূপযৌবনসম্পন্ন এবং উচ্চকুলজাত

হয়েও বিদ্যাহীন,তাঁরা সুবাসহীন পলাশ ফুলের মত বেমানান।"


"বইয়ে থাকা বিদ্যা,

পরের হাতে থাকা ধন একইরকম।

প্রয়োজন কালে তা বিদ্যাই নয়,ধনই নয়।"-চাণক্য


"শাস্ত্র অনন্ত,বিদ্যাও প্রচুর।

সময় অল্প অথচ বিঘ্ন অনেক।

তাই যা সারভূত তারই চর্চা করা উচিত।

হাঁস যেমন জল-মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়,তেমনি।"


"স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয়না, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়।"-চাণক্য


"বিষের পাত্র থেকে অমৃত,অপবিত্র স্থান থেকে স্বর্ণ,সবচেয়ে নীচ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নীচ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা।"


"দুই ধরনের হিংসুক প্রাণী আছে, যথা সাপ ও সাপের মতোই ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ। এরমধ্যে সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক।"


"নখযুক্ত প্রাণী,শিংওয়ালা জন্তু,অস্ত্রধারী ব্যক্তি এবং রাজনীতিবীদকে কখনই বিশ্বাস করতে নেই।"

chanakya bangla bani 2021

"সাধুগণ সকল জীবকেই তাঁর কৃপা প্রদান করে, এমনকি যাদের সদগুণ নেই তাদেরও। ঠিক যেমন সমাজচ্যুত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদও বিরত থাকেনা।"


"অতিরিক্ত স্নেহ করার ফলে,সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে। তাই সন্তান ও শিষ্যের প্রতি কমল নয় কঠোর হও।"


"বুদ্ধিমান ব্যক্তির এই ৫টি জায়গায় যাওয়া উচিত নয়-ক.যেখানে রোজগারের কোনো সুযোগ নেই।

খ.যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয়ডর নেই।

গ.যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।

ঘ.যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করেনা।

ঙ.যেখানে মানুষ দান-ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে।" -চাণক্য


"অবহেলায় কর্মনাশ হয়,

যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়,

যাঞ্চায় সম্মান-নাশ হয়,

দারিদ্র্যে বুদ্ধিনাশ হয়।"


"মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়।

এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত।"-চাণক্য


"আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হল সম্পদের পথ, যার যেটি ঈপ্সিত সে সেই পথেই যায়।"-চাণক্য


চাণক্য সূত্র ( Chanakya Sutra ) :-

" রাজ্যের উন্নতি ইন্দ্রিগুলোর ওপরে বিজয় প্রাপ্ত করার মধ্যে আছে।"


" অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না।"


chanakya bangla bani *2021*

"ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যত বলে কিছু থাকে না।"


"চঞ্চল চিত্তের ব্যক্তিদের কার্যসিদ্ধি হয় না!!!!!!!!!"


"কঠিন সময়ে বুদ্ধিই পথ দেখায়!!!!!!!!!"


"নিজের দূর্বলতা কাউকে জানাবেন না!!!!!!!!!"


."শলা পরামর্শের সময় কোনো জেদ করা উচিত নয়!!!!!!!!!"


"শত্রু দেশের গুপ্তচরেদের ওপরে সর্বদা দৃষ্টি রাখা উচিত!!!!!!!!!"


."যার ওপরে বিশ্বাস থাকে না…তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়!!!!!!!!!"


."আত্মরক্ষা হলে তবেই সকলের রক্ষা হয়।"


."অহংকারী হলে গোপন রহস্য শত্রু জেনে ফেলে।"


"সর্বদা শত্রুর প্রচেষ্টার ওপরে দৃষ্টি রাখুন।"


"যে কোনো সম্পর্ক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে থাকে।"


."অল্প ভোজন করাই স্বাস্থ্য লাভ হয়!!!!!!!!!"


"বার্ধক্যে বেড়ে ওঠা ছোট রোগকেও উপেক্ষা করবেন না!!!!!!!!!"


"প্রতিবেশী দেশের সাথে সন্ধি হলেও তার গতিবিধিকে উপেক্ষা করা উচিত নয়।"


."বিপত্তির সময় স্নেহ প্রদর্শনকারী ব্যক্তিই মিত্র হয়।"


"বৃদ্ধি আর বিনাশ নিজের হাতে থাকে!!!!!!!!!"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url