বলের মাত্রা কত । বলের.একক কত | Force

 বলের মাত্রা কত?




---বলের মাত্রা কত -বল, [F]=[MLT−2]

 আমরা হয়ত অনেকে বলের মাত্রা কত জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের বলের মাত্রা কত নিয়ে এই বিশেষ পোস্ট।

কোন হরমােনের অভাবে ডায়াবেটিস রােগ হয় ?

বলের.একক কত


আমরা হয়ত অনেকে বলের একক কত জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের বলের একক কত নিয়ে এই বিশেষ পোস্ট।

 (Force)বল হলো​ এমন একটি বাহ্যিক প্রভাব, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। যেমন : একটি ফুটবল একজন খেলোয়াড় হতে অন্য খেলোয়াড়ের নিকট এমনিতেই যায় না। ফুটবলের উপর বল প্রয়োগের ফলেই সেটা ঘটে। আবার গোল করার লক্ষ্যে ফুটবলটিকে ছুড়ে দিলে গোলকিপার তা ধরে ফেলে এক্ষেত্রেও তাকে বল প্রয়োগ করতে হয়েছে।

বলের একক 

F.P.S পদ্ধতিতে বলের একক (পাউন্ডাল)Poundal 
M.K.S পদ্ধতিতে বলের একক (নিউটন)  Newton
C.G.S পদ্ধতিতে বলের একক (ডাইন)  Dyne

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url