পরিবেশ দূষণ রচনা HSC ৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ও ১০ম শ্রেণির জন্য

পরিবেশ দূষণ  রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা। এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।


উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু ‍শিখতে পারবে। তাই পরিবেশ দূষণ অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।

 


পরিবেশ দূষণ রচনা


আদিমকালে মানুষ একান্তভাবেই পরিবেশের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ক্রমবর্ধমান সভ্যতার সঙ্গে সজো মানুষ প্রকৃতিকে নিজের বশে আনতে। শুরু করে। বিজ্ঞান ও প্রযুক্তির নানা আবিষ্কার মানুষকে দিয়েছে সুখ ও স্বাচ্ছন্দ্য। কিন্তু আবিষ্কৃত প্রযুক্তির অপব্যবহার দিন দিন পরিবেশকে দূষিত করে তুলেছে। পরিবেশ হলাে আমাদের চারপাশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক। উপাদানের সমষ্টি। পানি, মাটি, বায়ু ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনাে কারণে যদি পরিবেশের উপাদানগুলাের কাঙ্ক্ষিত মান বিনষ্ট হয় তাহলে পরিবেশ মানুষ বা প্রাণীর জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে। পরিবেশের এই অস্বাস্থ্যকর অবস্থাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণগুলাে হলাে- ঝড়, বন্যা, জলােচ্ছ্বাস, অগ্নৎপাত, ভূমিকম্প ইত্যাদি।(পরিবেশ দূষণ রচনা)


আর কৃত্রিম বা মনুষ্যসৃষ্ট কারণগুলাে হলাে— জনসংখ্যা বৃদ্ধি, শিল্প কারখানায় বিষাক্ত কেমিক্যালের ব্যবহার, শিল্পকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ইত্যাদি। এসব কারণে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান পানি, মাটি, বায় ইত্যাদি। প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এছাড়া কীটনাশক, গুড়ো সাবান, প্লাস্টিকের ব্যবহার ইত্যাদির ফলেও পরিবেশ দূষিত হয়। শিল্পকারখানা ও যানবাহন থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনােক্সাইড,ক্লোরােফ্লোরাে কার্বন ইত্যাদি বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করছে। পরিবেশ দূষণের ভয়াবহ পরিণতি নিয়ে বিশ্বের সচেতন মানুষ আজ শঙ্কিত। কেননা পরিবেশ দূষণের কারণে মানব সভ্যতার অস্তিতই হুমকির সম্মুখীন। তাই পরিবেশ রক্ষায় বিশ্বের সচেতন মানুষ জেগে উঠেছে গড়ে উঠছে অনেক পরিবেশবাদী সংগঠন। এসব সংগঠনের ঐকান্তিক প্রচেলর আন্তর্জাতিক সম্প্রদায় পরিবেশ দূষণ রােধে করণীয় ঠিক করতে পারবে বিষয়ক নানা সম্মেলনে একত্র হচেছ। বিভিন্ন দেশের মতে বাংলাদেশ। সংবিধানেও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত পার হতে হয়েছে তার মানুষকে পরিবেশ সমপর্কে সচেতন করা ব্যতীত পরিবেশ দূষণ রোধ সম্ভব নয়।



  • পরিবেশ দূষণ রচনা class 4
  • পরিবেশ দূষণ রচনা class 5
  • পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা ২৫ পয়েন্ট
  • পরিবেশ দূষণ প্রজেক্ট
  • পরিবেশ দূষণ রচনা class 3
  • পরিবেশ দূষণ ও বাংলাদেশ রচনা
  • পরিবেশ দূষণ রোধের উপায়
  • পরিবেশ দূষণের কারণ ও ফলাফল


পরিবেশ দূষণ রোধের উপায়


প্রাকৃতিক পরিবেশকে উপযুক্ত ভাবে গড়ে তোলার স্বপ্নে পরিবেশ প্রেমী সচেতন মানুষকে নতুন চেতনালোকের জোয়ারে ভেসে উঠতে হবে। বিদ্যালয়ে শিশুকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।যুব সমাজকে যে ভাবেই হোক ফিরিয়ে আনতে হবে অপসংস্কতির পথ থেকে। সমাজে শিশু দের লাইবেরী ও পুনাঙ্গ পাঠাগার প্রকল্প বেশি করে গড়ে তুলতে হবে উপযুক্ত দূষণমুক্ত পরিবেশ গঠনে সমাজের সকলস্থরের মানুষকে দৃঢ় সংকল্প বদ্ধ হতে হবে। বিদ্যালয়ের পাঠক্রমে পরিবেশ বিদ্যার বিষয় বাধ্যতামূলক ভাবে অন্তর ভুক্ত করতে হবে।

অনুচ্ছেদ রচনা:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url