মাদকাসক্তি রচনা HSC ৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ও ১০ম শ্রেণির জন্য

 মাদকাসক্তি  রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা। এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।


উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু ‍শিখতে পারবে। তাই মাদকাসক্তি অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।



মাদকাসক্তি রচনা 


বর্তমান বিশ্ব যে কয়টি মারাত্মক সমস্যার সম্মুখীন তার মধ্যে অন্যতম মাদকাসক্তি। মাদকের ব্যবহার ও অবৈধ বিস্তারে বিশ্ববাসী আজ শঙ্কিত। মাদকদ্রব্য হচ্ছে সেসব বস্তু যা গ্রহণের ফলে স্নায়বিক বৈকল্যসহ নেশার সৃষ্টি হয়। নির্দিষ্ট সময় পরপর তা সেবনের আসক্তি অনুভূত হয়। এর কুপ্রভাব ভয়াবহ ও মারাত্মক। আমাদের দেশেও মাদকের ভয়াবহতা সাংঘাতিক | আমাদের দেশে যেসব মাদকদ্রব্যের সেবন সর্বাধিক তা হচ্ছে গাঁজা, ফেনসিডিল, হেরােইন, মদ, বিয়ার, তাড়ি, ঘুমের ঔষধ, প্যাথেড্রিন ইনজেকশন, ইয়াবা ইত্যাদি। এসব মাদকদ্রব্য গ্রহণ করে নেশা সৃষ্টি করাকে মাদকাসক্তি বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা গ্রহণযােগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা ও তার ওপর নির্ভরশীল হয়ে পড়া। বিভিন্ন কারণে মানুষ মাদকাসক্ত হয়। (মাদকাসক্তি রচনা)


এর মধ্যে সঙ্গদোষ, কৌতহল, পারিবারিক কলহ, ধর্মীয় মূল্যবােধের বিচ্যুতি ও মাদকদ্রব্যের সহজলভ্যতা উল্লেখযােগ্য। বিশেষ করে যুবসমাজই মাদকাসক্তিতে সবচেয়ে বেশি আচ্ছন্ন। বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার এবং চোরাচালানের মাধ্যমে এর ব্যাপক প্রসার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মাদকের নিষ্ঠুর ছােবলে অকালে ঝরে যাচ্ছে। বহু তাজা প্রাণ এবং নষ্ট হচ্ছে বহু তরুণের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আজ বিশ্বব্যাপী লাভজনক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক চোরাচালান । বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এ ধবংসের হাত থেকে বকর । মাদকাসক্তি নিরাময় ও প্রতিরােধ আন্দোলনে সকল জনসাধারণকে আসতে হবে। সরকার থেকে শুরু করে বিভিন্ন গণমাধর বুদ্ধিজীবী সমাজকর্মীসহ সকল শ্রেণির মানুষের সক মাধ্যমে মাদকমুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে।(মাদকাসক্তি রচনা)

মাদকাসক্তি প্রতিরোধের উপায়




মাদক প্রতিরোধে সমাজের ও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারিবারিক ও সামাজিক সচেতনতা, শিক্ষা, পরিমিত জীবন যাপন, বন্ধু নির্বাচন, দায়িত্বশীলতা ইত্যাদি মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকারের পথ।


সামাজিকভাবে(মাদকাসক্তি রচনা )


  • মাদক দ্রব্য প্রসার রোধে এর ক্তিক্র দিক সম্পর্কে গনসচেতনতা সৃষ্টি করা।
  • নৈতিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা।
  • মাদকাসক্তদের সুস্থ করে সমাজে প্রতিষ্ঠা করা।
  • মাদকদ্রব্য সহজলভ্যতা রোধ করা।


পারিবারিকভাবে(মাদকাসক্তি রচনা )


  • পরিবারের কেও মাদকে আসক্ত হলে তাকে এর খারাপ দিকগুলো বোঝাতে হবে 
  • সন্তানের উপর খেয়াল রাখতে অবে যে সে কোন অস্বাভাবিক জীবন যাপন করছে কিনা, কেমন বন্ধু বান্ধবের সাথে সে মিশছে।



অনুচ্ছেদ রচনা:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url