স্বদেশ প্রেম রচনা (ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি) সবার জন্য | স্বদেশ প্রেম
সৃষ্টির সেই আদি লগ্ন থেকে মানুষ যখন জীবনধারণের জন্য ঐক্যবদ্ধ হতে শিখলো, সেই দিন থেকে এই পৃথিবীর বুকে জাতির গোড়াপত্তন হয়ে গিয়েছিল। তারপর সময়ের বিবর্তনে মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীর পর্যায়ে উন্নীত হয়েছে, সেই সঙ্গে মানুষের যাযাবর তকমা ঘুচে গিয়ে মানুষ শিখেছে একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে।(স্বদেশ প্রেম রচনা (ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি) সবার জন্য)
কোন নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপনের সাথে সাথে সুপ্রাচীন যুগে গড়ে ওঠা ঐক্যবদ্ধ জাতি সময়ের এবং সুযোগের সঙ্গে আরও বিকশিত হয়েছে। দীর্ঘদিন কোন একটি নির্দিষ্ট ভূমিতে বংশানুক্রমে জীবনযাপনের ফলে সেই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে সভ্যতা; যা সময়ানুক্রমে স্বদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আর সেই স্বদেশে নিয়ত জীবনযাপনকারী মানুষের জন্মভূমির প্রতি আবেগ পরিচিতি পেয়েছে স্বদেশ প্রেম রূপে।(স্বদেশ প্রেম রচনা (ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি) সবার জন্য)
কয়েকটি ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার ঢাকার - Child Doctor
পৃথিবীর প্রতিটি বিষয়েরই ভাল ও মন্দ দুটি দিক রয়েছে। সাধারণ মানুষের পরম আবেগ স্বদেশ প্রেমও তার ব্যতিক্রম নয়। পৃথিবীর ইতিহাসে শঙ্খিনী এবং প্রগতিশীল এই দুই ধরনের স্বদেশপ্রেম লক্ষ্য করা যায়। ইতিহাসের এই সংকীর্ণ এবং প্রগতিশীল স্বদেশ প্রেম সম্পর্কে জানার পূর্বে শান্তিপূর্ণ স্থিতির জন্য প্রাথমিক শর্তাবলীকে জানা প্রয়োজন। এ পৃথিবী পরিচালিত হয় মানুষের মানুষের পারস্পরিক সহযোগিতার নীতি দ্বারা।(স্বদেশ প্রেম রচনা (ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি) সবার জন্য)
আমি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একজন বাসিন্দা। এ পৃথিবীর অন্যান্য যেকোনো মানুষের মতই নিজের দেশের প্রতি আমার অতুলনীয় স্বদেশ প্রেম বর্তমান। আমি আমার দেশকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি; শ্রদ্ধা করি আমার দেশের ইতিহাস, সমাজ তথা সংস্কৃতিকে।(স্বদেশ প্রেম রচনা (ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি) সবার জন্য)
আমার দেশের ইতিহাস আমায় প্রতিনিয়ত শেখায় জীবন যুদ্ধে সংগ্রাম করতে, আমার দেশের প্রকৃতি আমায় শেখায় জীবনের স্নেহময় হয়ে উঠতে, আমার দেশের সমাজ আমায় শেখায় জীবনের অবিরত সংগ্রামে জয়ী হয়ে উঠতে। একথা সত্য যে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় স্বদেশ প্রেমের ব্যাপারে খানিকটা বেশিই আবেগপ্রবণ।(স্বদেশ প্রেম রচনা (ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি) সবার জন্য)
কয়েকটি ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার ঢাকার - Child Doctor
Very Good