ওয়াট ঘন্টা কাকে বলে | ওয়াট ঘন্টা কি

ওয়াট ঘন্টা প্রশ্ন যদি না পারো দেখে নাও আমাদের এই post থেকে। খোজে নাও এর উত্তর।

 

ওয়াট ঘন্টা

 আমরা হয়ত অনেকে ওয়াট ঘন্টা কাকে বলে জনার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের ওয়াট ঘন্টা নিয়ে এই বিশেষ পোস্ট।


ওয়াট ঘন্টা প্রশ্ন ‍student দের খুব important। তাই আমরা এসব বিষয় নিয়ে সব জানবো।



ওয়াট ঘন্টা নিয়ে কিছু কথা


সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন লোড/ যন্ত্রনির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে।

বিদ্যুৎ-সরবরাহ কোম্পানি বাড়িতে যে বিদ্যুত সরবরাহ করে তার পরিমাপ শক্তির একক অনুযায়ী করা হয়।একে কিলোওয়াট-ঘন্টা বা বোর্ড অফ ট্রেড একক বলা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url