বাংলা ভাষা রচনা ৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ও ১০ম শ্রেণির জন্য

 বাংলা ভাষা  রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা। এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।


উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু ‍শিখতে পারবে। তাই বাংলা ভাষা অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।

 


বাংলা ভাষা


ভাবের বাহন হলাে ভাষা। ভাষা যােগাযােগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যার মাধ্যমেই একের ভাব অন্যের মধ্যে সারিত করা সম্ভব কায় পরিবার এক এক অংশে এক এক ভাষার উৎপত্তি। তাই ভৌগােলিক। আল ভেদে মানুষের ভাষাও ভিন্ন ভিন্ন। বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের ওপর ভাষা রয়েছে। তার মধ্যে বাংলা অন্যতম। বাংলা হলাে। বাঙালির মাতৃভাষা। এ ভাষার রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা । বর্তমানে পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লােকের মুখের ভাষা বাংলা। পৃথিবীর অধিকাংশ ভাষারই আদি উৎস খুঁজে বের করা সম্ভব হয়েছে। মাত্র হাতে। গােনা কয়েকটি মূল ভাষা গােষ্ঠী থেকে বিশ্বের যাবতীয় ভাষার উদ্ভব। এর একটি হলাে ইন্দো-ইউরােপীয় ভাষা যার অন্যতম একটি শাখা হলাে ভারতীয় আর্যভাষা। এ ভাষা থেকেই সৃষ্টি হয় বাংলা ভাষা। বাংলাদেশের অধিবাসীরা এখন যে বাংলা ভাষার ব্যবহার করছে তা আদিতে এমন ছিল। (বাংলা ভাষা রচনা)

নানা বিবর্তনের মধ্য দিয়ে উদ্ভব ঘটেছে আজকের বাংলা ভাষা। সুনীতি | কুমার চট্টোপাধ্যায়ের মতে পূর্ব মাগধি তাপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয় । ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে আনুমানিক ৬৫০ খ্রিষ্টাব্দের দিকে গোড়ী প্রাকৃত থেকে জন্ম হয় বাংলা ভাষা। বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, যা বর্তমান সময় থেকে অন্তত হাজার বছর পর্বের মধ্য যুগ থেকে বাংলা সাহিত্যের ব্যাপক বিস্তার ঘটতে থাকে যা এখন পর্যন্ত চলছে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সব বাঙালির বাংলা ভাষায় কথা বলে। এ ভাষা আমাদের প্রাণের ভাষা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির জন্য প্রাণ উৎস। করেছেন অনেকে। ১৯৯৯ সালে ইউনেস্কো মাতৃভাষার জন্য আদান করে। হদদের প্রতি সম্মান জানিয়ে ২১শে ফেবয়ারিকে আন্তজমাত। বস ঘােষণা করে। আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের জানা। পূরণ করে বলেই বাংলা ভাষা আমাদের কাছে এত প্রিয়।

অনুচ্ছেদ রচনা:


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url