ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার যোগ্যতা । আছে কি?

 ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি




প্রযুক্তি ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রযুক্তি ইউনিট’ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি


♦আবেদন শুরু তারিখ – ০৯ সেপ্টেম্বর ২০১৮

♦আবেদনের শেষ তারিখ – ১০ নভেম্বর ২০১৮

♦ভর্তি পরীক্ষা তারিখ – ৩০ নভেম্বর ২০১৮

♦আবেদন ফি- ৬০০/-টাকা




আবেদনের ন্যুনতম যোগ্যতাঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের গ্রেড ভিত্তিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল

ন্যুনতম ৬.০০ হতে হবে।

তবে, প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।

.

ভর্তি পরীক্ষাঃ

পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে।

মোট ১২০ টি প্রশ্নের জন্য ১২০ নম্বর থাকবে।

পদার্থ-৩৫

রসায়ন-৩৫

গণিত-৩৫

ইংরেজী-১৫

ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪৮ [উল্লেখ্য ভুল উত্তরের জন্য কোন প্রকার নম্বর কাটা যাবে না]


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে তিনটি সরকারি কলেজ, দুইটি বেসরকারি কলেজ ও একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনস্টিটিউটে মোট আসন আছে-১০২৫ টি (আসন সংখ্যা আরো বাড়ার কথা চলছে)



→ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহঃ

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-৬০

সিভিল ইঞ্জিনিয়ারিং-৬০

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল-৬০


→ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুরঃ

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-৬০

সিভিল ইঞ্জিনিয়ারিং-৬০

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল-৬০


→বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালঃ

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-৬০

সিভিল ইঞ্জিনিয়ারিং-৬০


→ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ, সাভারঃ

বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-২২৫

বি.এসসি ইন ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন-৫০

বি.এসসি ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-৭০

.

→শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,মোহাম্মাদপুরঃ

বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-১২০


→শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুরঃ

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-৪০

সিভিল ইঞ্জিনিয়ারিং-৪০


প্রয়োজনীয় বইঃ

১.পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র -আমির হোসেন,শাহজাহান তপন

২.রসায়ন ১ম পত্র-গুহ স্যার

রসায়ন ২য় পত্র-হাজারী স্যার

৩.গণিত ১ম ও ২য় পত্র-কেতাব উদ্দিন/অক্ষরপত্র প্রকাশনী।

৪.ইংরেজি ১ম পত্র এর সকল ভোকাবুলারি, ২য় পত্র অ্যাডভান্স/নবদূত এইচএসসি গ্রামার বই।



ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাইলে


১। বিজ্ঞান ছাত্রছাত্রীদেরকে সিজিপিএ ৮.০০ পেতে হবে ।


২। মানবিক ছাত্রছাত্রীদেরকে সিজিপিএ ৭.০০ পেতে হবে ।


৩। কমার্স ছাত্রছাত্রীদেরকে সিজিপিএ ৮.০০ পেতে হবে ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url